• আপডেট টাইম : 14/09/2023 04:06 PM
  • 76 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর ডেমরা উত্তর সানারপাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সাততলা থেকে নিচে পড়ে মো. মাহফুজ রহমান মাসুম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।


নিহতকে নিয়ে আসা সহকর্মী মো. জুয়েল জানান, ডেমরা উত্তর সানারপাড় এলাকায় ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেনের ১০তলা ভবনের সপ্তম তলায় রডের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তার বাড়ি লক্ষ্মীপুর সদরে। বর্তমানে তিনি নির্মাণাধীন ভবনে থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...