• আপডেট টাইম : 04/09/2023 06:29 PM
  • 319 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা মিরপুর উপজেলার মিরপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে ইমারত আলী, বাসের আলীর ছেলে শাহ জামাল এবং হারুন মল্লিকের ছেলে সিরাজ মল্লিক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাতে মারফত আফ্রিদী সহ দু’জন মোটরসাইকেল যোগে মিরপুর থেকে দৌলতপুর যাওয়ার পথে চিথলিয়া নামক স্থানে অজ্ঞাত ৩-৪ জন ডাকাত রাস্তার মাঝখানে গাছের গুড়ি ফেলে গতিরোধ করে এবং তাদেরকে মারপিট করে চোখ, মুখ ও হাত বেঁধে মোটরসাইকেল ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ৩১ জুলাই তদন্ত শেষে দন্ডপ্রাপ্তদের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...