• আপডেট টাইম : 02/09/2023 06:28 PM
  • 319 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

সিরাজগঞ্জের কাজিপুরে নবনির্মিত একটি সেতুর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জহুরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর সংলগ্ন বাহাদুরের খেয়াঘাটে এ ঘটনা ঘটে। জহুরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার সলপ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত-আট মাস ধরে জহুরুল ইসলামসহ সাত নির্মাণ শ্রমিক বাহাদুরের খেয়াঘাটে সেতুর কাজ করছিলেন। শনিবার দুপুর ১টায় জহুরুল ইসলাম পানিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে যায়। এসময় মো. আল মাহমুদ হোসেন (২৭) নামে একজন আহত হন। জহুরুল ইসলামকে উদ্ধার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুমাইয়া মনিরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...