• আপডেট টাইম : 23/08/2023 02:41 PM
  • 268 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নেওয়ায় এক ডিলারকে ৩ হাজার টাকা জরিমানা ও কঠোর সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর খুনকারপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ বিষয়ে আমিরুল আরাফাত বলেন, ১৫ টাকা কেজি দরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে ডিলার খন্দকার আতিকুল ইসলাম প্রতীককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনহাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ডিলারের বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য খাদ্য কর্মকর্তাক জানানো হয়ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...