• আপডেট টাইম : 06/07/2023 09:00 PM
  • 321 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম ৩৫ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জাপুর এলাকার একটি (নেপাল নাথ নামক) ব্রিজের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হওয়ার এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আলী হায়দারের ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের একটি ব্রিজে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন রেজাউল করিম।


কাজের ফাঁকে তিনি ব্রিজ সংলগ্ন একটি টিনের ঘর থেকে সিমেন্ট আনতে গেলে ঘরের ভেতর বৈদ্যুতিক লাইন থেকে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন। তার সঙ্গে কাজ করা অন্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...