• আপডেট টাইম : 13/02/2023 02:19 AM
  • 198 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র হাতে আটক ৩জন ভারতীয় নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র কাছে ফেরত দিয়েছে সীমান্ত রক্ষী বিজিবি। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এরা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকার পাড়া গ্রামের আব্বাস উদ্দিনের স্ত্রী মিতা বেগম (৩৫), শ্রীরামপুরের ইসরাফিলের স্ত্রী জাহানারা বেগম (৫৬) ও জয়রামপুরের হামিদুল ইসলামের স্ত্রী সোহাগী বেবী। চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর গোদারেজ সিংহ এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান। বিকেল পৌনে ৫টা পর্যন্ত চলা পতাকা বৈঠক শেষে বিজিবি’র হাতে আটক ৩ জন ভারতীয় নারী নাগরিককে বিএসএফ’র নিকট হস্তান্তর করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ভারত থেকে ৩জন নারী বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারী) রাতে ১৫৭ সীমান্ত পিলার সংলগ্ন চল্লিশপাড়া সীমান্তের বাংলাদেশ সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে। এসময় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চল্লিশপাড়া বিওপি কমান্ডার নায়েক লিটনের নেতৃত্ব বিজিবি’র টহল দল তাদের আটক করে ক্যাম্পে নেয়। আটক ভারতীয় নারীরা ভারতের জলঙ্গী এলাকার সীমান্ত সংলগ্ন গ্রামে ইসলামী জলসা শুনতে আসার পথে অসাবধান বসত তারা বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে। বিজিবি’র হাতে ৩জন ভারতীয় নারী আটকের বিষয়টি বিএসএফকে জানানো হলে শুক্রবার বিকেল ৩টায় একই সীমান্তের ৮৫/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন জলঙ্গী বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর গোদারেজ সিংহ এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান। প্রায় ঘন্টা ব্যাপী চলা পতাকা বৈঠকে বিজিবি’র হাতে আটক ৩ জন ভারতীয় নারীর পরিচয় ও ঠিকানা সঠিক কিনা তা যাচাই শেষে ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়। সেসময় পর্যন্ত আটক নারীদের চল্লিশপাড়া সীমান্ত এলাকার ইউপি সদস্য আবুল কালামের জিম্মায় রাখা হয়। আটক ভারতীয় নারীদের ঠিকানা যাচাই শেষে বিএসএফ বিজিবিকে পত্র দিলে রোববার তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয় বিজিবি। ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...