• আপডেট টাইম : 14/01/2023 06:43 PM
  • 360 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ঢাকার কেরানীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু আহমেদ (২০) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু আহমেদ শেরপুরের ঝিনাইগাতী থানার মো. আফিজুল ইসলামের ছেলে। তিনি কেরানীগঞ্জের বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন।

নিহতের সহকর্মী চাঁদ আলী বলেন, নির্মাণাধীন ভবনের দুইতলায় কাজ করার সময় সাজু আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...