• আপডেট টাইম : 03/01/2023 06:45 PM
  • 373 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার০৩ জানুয়ারি সকালে ঘাটাইল-ভূয়াপুর সড়কে উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাফিজ উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টায় ছয় নির্মাণ শ্রমিক কাজ করার উদ্দেশে ভ্যানে করে ঘাটাইল যাচ্ছিলেন। ভ্যানটি ঘাটাইল-ভূয়াপুর সড়কে পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় পৌঁছলে একটি বালুভর্তি ট্রাক (ডাম্পার) ভ্যানটিকে চাপা দেয়। এ সময় বাকপ্রতিবন্ধী সোহাগ মিয়া (২৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার ছুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে।

এ ঘটনায় ভ্যানের অপর পাঁচ যাত্রী আহত হয়। তারা হলেন, হাকিম উদ্দিন (৩৫), আরশেদ আলী (৫৫), রিপন মিয়া (৩৫), আব্দুল বাছেদ (৩৫) ও আনোয়ার হোসেন (৫২)।

আহতদের সকলের বাড়ি ছুনটিয়া গ্রামে। তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এস আই) মো. হাফিজ উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...