• আপডেট টাইম : 03/12/2022 01:12 AM
  • 304 বার পঠিত
  • প্রকাশ দত্ত
  • sramikawaz.com

 বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সদস্য কৃষকনেতা দেবাশীষ দে দেবু’র আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করে এক যুক্ত বিবৃতি প্রদান করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এম জাহাঙ্গীর হুসাইন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, গণতান্ত্রিক মহিলা সমিতির যুগ্ম-আহবায়ক রহিমা জামাল, জাতীয় ছাত্রদলের আহবায়ক কামরুল হক লিকু ও যুগ্ম-আহবায়ক তৌফিক হাসান পাপ্পু। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন প্রয়াত কৃষকনেতা দেবাশীষ দে দেবু ছাত্রজীবনে জাতীয় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে প্রগতিশীল রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পর্যায়ক্রমে কৃষক সংগ্রাম সমিতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের রাজনীতির সাথে জড়িত হয়ে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিল্পবের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে আমৃত্যু অনুকরণীয় ভূমিকা পালন করেন। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। ২ ডিসেম্বর দিনব্যাপী সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়ে অদ্য সকাল ৭.০০ টার সময় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। নেতৃবৃন্দ তাঁর এই অকাল মৃত্যুকে গণতান্ত্রিক আন্দোলনে অপুরণীয় ক্ষতি সাধিত হয়েছে মন্তব্য করে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য মৃত্যুকালে প্রয়াত দেবাশীষ দে দেবু’র বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ১ পুত্র, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...