• আপডেট টাইম : 13/11/2022 02:44 AM
  • 296 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় সাধুসঙ্গ অনুষ্ঠানে হামলার প্রতিবাদে লালন মাজারের সামনে সাধুদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে আহত সাধু, বাউল ও সম্মিলিত লালন ভক্তবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া লালন একাডেমির এডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, সম্মিলিত লালন ভক্তবৃন্দের প ক্ষেসুফি সাজেদুল ইসলাম ডালিম, হামলায় আহত সাধু ফকির ফজল শাহ্, ফকির সফি শাহ ও ফকির মইনুদ্দিন শাহ্ সহ কুষ্টিয়ার বিভিন্ন এলাকার লালন ভক্তবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার ৫নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া গ্রামে লালন ভক্ত পলান মন্ডলের বাড়িতে ঘরোয়া পরিসরে সাধুসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার ২৫-৩০ জনের একদল দূবৃর্ত্ত সাধুসঙ্গ অনুষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে সাধুদের বেধড়ক মারপিট করে। এতে প্রবীণ সাধু ফজল ফকির সহ অন্তত ৮জন সাধু ও লালন ভক্ত আহত হোন। হামলার এ ঘটনার প্রতিবাদে এবং হামলকারীদের গ্রেফতারের দাবীতে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...