• আপডেট টাইম : 19/10/2022 10:35 PM
  • 270 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

ইলিশের প্রজনন মৌসুম ও মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীত মাছ ধরার অপরাধে শওকত শেখ নামে এক জেলেকে ৫হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মরিচা ও চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে তাকে এ অর্থদন্ড দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার। এসময় দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ ¯^পন সহ আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম ও মা ইলিশ র¶ার জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধের কারণে দৌলতপুরের পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মৎস্য র¶া ও সংর¶ন আইন ১৯৫০ এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে শওকত শেখ নামে এক মৎস্যজীবীকে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উদ্ধার করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। একইসাথে উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় সরবরাহ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...