• আপডেট টাইম : 11/06/2022 05:42 PM
  • 561 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

গাইবান্ধায় নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে শ্রী অঙ্কন চন্দ্র (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার শহরতলী জামেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অঙ্কন চন্দ্র উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শৈলাস চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে জারেতল এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদে কাজ করছিলেন একদল নির্মাণ শ্রমিক। একপর্যায়ে দুপুরে অসাবধানতাবশত অঙ্কন চন্দ্র নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেলর অফিসার (আরএমও) ডা. শিহাব বলেন, মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...