• আপডেট টাইম : 19/05/2022 04:36 PM
  • 562 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে মো. শিপন ২৫ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ১৯ মে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে। শিপনের গ্রামের বাড়ি ভোলায়।

নিহতের স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামী পেশায় নির্মাণ শ্রমিক। ঢাকা উদ্যানে ভবনে মাচা বেঁধে আস্তরের কাজ করার সময় পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...