• আপডেট টাইম : 13/05/2022 01:59 AM
  • 326 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com


ঘূর্ণিঝড় অশনির প্রভাবে টানা চার দিন চুয়াডাঙ্গায় কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। কৃষকেরা খেত থেকে বোরো ধান বাড়ি ও খোলায় নিতে শুরু করেছেন। বাড়তি মজুরি দিয়েও শ্রমিকের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়েই অনেক কৃষক স্ত্রী-সন্তান নিয়ে বোরো ধান ঘরে তোলার কাজ করছেন।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে কৃষকদের ধান নিয়ে ভোগান্তি পোহাতে দেখা গেছে। নাগদাহ ইউনিয়নের ঘোলদাড়ি গ্রামের আবদুর রাজ্জাকের সঙ্গে একটি ধানখেতের পাশে দাঁড়িয়ে কথা হয়।

আবদুর রাজ্জাক বলেন, অন্যান্য বছর এক বিঘা ধান কাটার পর, মাড়াই, ঝাড়াই করে ঘরে তুলতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হতো। কিন্তু অশনির প্রভাবে টানা বৃষ্টিপাতের কারণে এবার খরচ প্রায় তিন গুণ বেড়েছে। তিনি বলেন, ‘অ্যাকন এক বিগে জমিরি ধান কাটতিই লাগজে ছয় হাজার ট্যাকা। ধানের জমিতি পানি থাকায় মোষির (মহিষের) গাড়িতি করে ধান বাড়ি আনতি হচ্চে। এ জন্যি গাড়িভাড়া লাগজে ছয় হাজার ট্যাকা। ধান ঝাইড়ে ঘরে তুলতি আরু তিন হাজার ট্যাকা লাগবি।’


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ৩৬ হাজার ৭০৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ১১ মে পর্যন্ত ৩১ হাজার ৫৬৯ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ৫ হাজার ১৪০ হেক্টর জমির ধান কাটার অপেক্ষায় আছে।

দুই বিঘা জমিতে এ বছর বোরো আবাদ করেছেন ঘোলদাড়ি গ্রামের কৃষক আনারুল ইসলাম। মাঝারি ও ভারী বৃষ্টির কারণে তাঁর পুরো জমির ধান পানির নিচে চলে গেছে। হতাশার সুরে আনারুল বলেন, ‘খেতের ধান ঘরে তুলতি য্যাত ট্যাকা লাগবে, জমির সব ধান বেইচেও খরজ ওটপেনানে। তাই ভাবচি, ধান ঘরে তুলা দরকার নেই। পানি শুকালি ট্যাক্টার দিয়ে চষে দেব।’


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের উপপরিচালক বিভাস কুমার সাহা বলেন, অশনির আগে ৭০ শতাংশের বেশি জমির ধান কৃষকেরা ঘরে তুলেছেন। বৃষ্টির কারণে বাকিরা সমস্যায় পড়েছেন। অশনির প্রভাবে বৃষ্টিপাতের কারণে অন্তত ১ হাজার ২৫০ হেক্টর জমির ধান ক্ষতির মুখে পড়েছে।

ভোলারদাইড় গ্রামের কৃষক রমজান আলী চলতি মৌসুমে পাঁচ বিঘা জমিতে খাটোবাবু জাতের ধান এবং দুই কাঠা জমিতে বাংলামতি (ব্রি-৫০) জাতের ধান আবাদ করেছেন। রমজান জানালেন, এক বিঘা জমি এক ফসলি বন্দোবস্ত নিতে লাগে ছয় হাজার টাকা। জমি চাষ, ধানের চারা, সার, সেচ ও নিড়ানির জন্য শ্রমিক খরচ বাবদ আরও পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। তিনি বলেন, ‘গ্যালো বচরে ধান কাইটে ঘরে তুলতি চার হাজার ট্যাকা খরজ হয়েল। এবেড্ডা ১৫–১৬ হাজার ট্যাকা লাগজে। সব মিলে এক বিগে জমিতি ধান চাষ করতি লাগজে ২৬ থেকে ২৭ হাজার ট্যাকা। এক মণ ধানের দাম ১ হাজার ৫০০ ট্যাকার নিচি হলি চাষি মাটে মারা যাবি।’

জাহাপুর গ্রামে কৃষক হাসান আলীর বাড়িতে গিয়ে দেখা গেল সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ে যমুনা খাতুনকে নিয়ে মেশিনে ধান মাড়াই করছেন তার বাবা। একমাত্র ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র মো. হামজা ধানগাছের আঁটি নিয়ে এগিয়ে দিচ্ছে। স্ত্রী মালা বেগম ঝাড়া ধান গুছিয়ে বস্তাভর্তি করছেন। হাসান আলী বলেন, ‘ভিলেজ ইলাকায় গ্যালো বচর এই সুমায় ধানকাটা লিবারদের হাইজরে ছিল ২৫০ থেইকে ৩০০ ট্যাকা। এবেড্ডা এক লাপে ৭০০ থেইকে ৮০০ টাকা দাবি করচে। তাই বউ-বাচ্চা নিয়েই কাজ শুরু কইরে দিইচি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...