• আপডেট টাইম : 13/04/2022 01:28 PM
  • 585 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে রিসাব ১০নামে মানষিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশু রিসাব একই এলাকার মইদুল মালিথার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, মানষিক প্রতিবন্ধী হওয়ায় শিশু রিসাবকে তার বাবা মা বেঁধে রাখতো। বুধবার সকালে শিশু রিসাবের বাঁধন খুলে গেলে সে দৌড়ে পদ্মা নদীর ধারে গিয়ে পদ্মা নদীতে ঝাপ দেয়। এলাকাবাসী নদীতে নেমে সন্ধান চালিয়ে শিশু রিসাবে মৃতদেহ উদ্ধার করে।
ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নইমদ্দিন সেন্টু প্রতিবন্ধী শিশু রিসাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...