• আপডেট টাইম : 05/02/2022 10:40 PM
  • 735 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৮ কেজি গাঁজাসহ আবুল কাশেম (৪৮) নামে মাদক এক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া ভাঙ্গাপাড়া হায়দার চিশতি’র মাজার সংলগ্ন মাথাভঙ্গা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি। সে পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মৃত নইমদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচার ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি কমান্ডার হাবিলদার বজলুর রহমানের নেতৃত্বে বিজিবি’র টহল দল পাকুড়িয়া ভাঙ্গাপাড়া হায়দার চিশতি’র মাজার সংলগ্ন মাথাভঙ্গা নদীর পাড়ে অভিযান চালায়। এসময় ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে আটক করা হয়। পরে বিকালে মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...