• আপডেট টাইম : 05/02/2022 05:38 PM
  • 520 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ১৮৫ বোতল ফেনসিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে জেলার মিরপুর উপজেলার নোয়াপাড়া বাজারে র‌্যাব অভিযান চালিয়ে ফেনসিডিল সহ কুষ্টিয়া কালিশংকরপুরের মো. শফির ছেলে মাদক ব্যবসায়ী আলম (৪৯) ও তার স্ত্রী জাহানারা (৪৫) এবং দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন পূর্ব মহিষকুন্ডি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এরশাদ আলী (৩২) কে আটক করে।
র‌্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল মিরপুর উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলম ও তার স্ত্রী জাহানারা এবং এরাশাদ আলীকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার করে ১৮৫ বোতল ফেনসিডিল, নগদ ৬ হাজার ৯৫০ টাকা ও ৫টি মোবাইল ফোন। পরে তারে বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মিরপুর থানায় সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...