• আপডেট টাইম : 26/10/2021 05:11 PM
  • 541 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর নিউমার্কেট এলাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মোশারফ হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।


নিহত ব্যক্তির সহকর্মী আমিনুল ইসলাম বলেন, দুপুরে আমরা কয়েকজন ভবনের সাততলায় মাচানবেঁধে প্লাস্টারের কাজ করছিলাম। মোশারফ অসাবধানবশত নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মোশারফের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বর্তমানে আজিমপুর বিডিআর ১ নম্বর গেট এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...