• আপডেট টাইম : 11/10/2021 06:13 PM
  • 527 বার পঠিত
  • মোঃ কামরুজ্জামান
  • sramikawaz.com

সাভারের আশুলিয়ায় একটি কাগজের রোল তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

১০ অক্টোবর রোববার রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকার আনোয়ার সিএনজি স্টেশনের বিপরীতে জামান মার্কার নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১ টার দিকে শিমুলতলা ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ডিইপিজেড স্টেশনের আরো একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে ৪ টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...