• আপডেট টাইম : 19/09/2021 06:53 PM
  • 541 বার পঠিত
  • শেখ হাসান আলী
  • sramikawaz.com

শ্রমিকদের অধিকার রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য আইবিসির ৪ টি শিল্প এলাকায় কমিটি গঠন করছে। তারাই ধারাবাহিকতায় আজ ১৯ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগ এর কার্যালয়ে আশুলিয়ার ইউনিকে আইবিসি সাভার আঞ্চলিক কমিটি গঠন করা হয় ।
সভায় সাভার আঞ্চলিক কমিটির সভাপতি হন আল কামরান ও সাধারণ সম্পাদক হন সারোয়ার হোসেন।
এই সময় আইবিসির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন স্বপন, সাবেক মহাসচিব জেড এম কামরুল আনাম, তৌহিদুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক, কামরুল হাসান, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, যুব সম্পাদক বাবুল আক্তারের উপস্থিতিতে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়।
ই সময় বক্তরা বলেন, বর্তমানে শ্রমিকের অধিকার খর্ব করা হচ্ছে। তারা বলেন, করোনাকালীন সময়ে শ্রমিকদের ঝুঁকিভাতা প্রদান করতে হবে, টেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, শ্রম আইন বাস্তবায়ন করতে হবে, স্বাস্থ্য বীমা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন স্বপন। উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক কামরুল হাসান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...