• আপডেট টাইম : 12/08/2021 09:02 AM
  • 588 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, কোনাবাড়ি
  • sramikawaz.com

শ্রমিক সংগঠনের মাধ্যমে পাওনা আদায় করলেন কোনা বাড়ির মামুন নীটওয়্যার কারখানার লাইনচীফ আবুল কালাম আজাদ।


২০১১ সালের ফেব্রæয়ারি মাস থেকে মামুন ওই কারখানায় চাকরি করছিলেন।এ বছর কোন রকম পাওনা না দিয়েই হঠাৎ করেই তাকে চাকরিচ্যুত করে।জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশে আজাদ একটি অনুযোগ পত্র দাখিল করে। শেষে ফেডারেশনের মধ্যস্ততায় বকেয়া মজুরি, অর্জিত ছুটির টাকা ও অন্যান্য পাওনা বাবদ এক লাখ ৮১ হাজার টাকা দিতে বাধ্য হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...