• আপডেট টাইম : 23/06/2021 02:26 PM
  • 718 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের মেরামতের কাজ করার সময় দেয়াল ধসে মোঃ শফিকুল ইসলাম (৩২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ( ২৩ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া এলাকার আলী হোসেন শিকদারের বাড়ির ৪ তলার ২য় তলায় কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পাইকপাড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি ওই এলাকার নুরুল ইসলামের বাড়ীতে ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, সকাল থেকে ওই এলাকার নুরুল ইসলামের বাড়ীতে ভবন মেরামতের কাজ করছিল শফিকুল। ভবনের দ্বিতীয় তলায় মেরামতের কাজ করার সময় দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ ওয়াল ধসে তার শরীরের উপর পড়ে। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: ফরিদুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হলে তার স্ত্রী থানার উদ্দেশ্যে রওনা করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...