কুষ্টিয়ার কুমারখালীর ঝাউতলা মোড় এলাকায় রেমিকো ফার্মা হেলথ ডিভিশন নামের একটি কারখানা দীর্ঘদিন অবৈধভাবে ভেটেরিনারি ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে কারখানার অনুমোদন না থাকায় কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করা হয়। কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় কুমারখালী উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নুরে আলম সিদ্দিকী ও কুমারখালী থানার ওসি (তদন্ত) রাকিব হাসান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, রেমিকো ফার্মা হেলথ ডিভিশনের মালিক পশু চিকিৎসক রাজীব মজুমদার অবৈধভাবে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও নোংরা পরিবেশে সাধারণ শ্রমিক দ্বারা ঝাউতলায় ভেটেরিনারি ওষুধ তৈরি করে তা বাজারজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি উপাদান, সরঞ্জামাদি, রেমিটপ পাউডার, রেমিজেন্ট, এনজাইম পাউডার, হান্ড্রেড-এ আই, জিংকোভেট ঔষুধ ও ভিটামিন পাওয়া যায়। কারখানায় মেডিসিন উৎপাদন ও প্রক্রিয়াজাতের বৈধ কোন কাগজপত্রাদি না থাকায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান বলেন, ভোক্তা অধিকার আইন ও সংর¶ণ ৫১ ধারায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ তৈরি ও বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও কারখানাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।