• আপডেট টাইম : 13/04/2021 08:18 PM
  • 500 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ডোবায় ঘর নিকানোর মাটি সংগ্রহ করতে গিয়ে মাটিচাপা পড়ে আরজিনা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ১৩ এপ্রিল সকাল ৭টার দিকে শহরের চর মিলপাড়া শ্বশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকবাসি জানায়, চর মিলপাড়া এলাকায় রেলওয়ের জায়গা থেকে মাটি কেটে পার্কের কাজে ব্যবহার করে কুষ্টিয়া জেলা পরিষদ কর্তৃপ¶। এর ফলে সেখানে একটি বড় ডোবার সৃষ্টি হয়। সকালে ঘর নিকানোর জন্য ওই ডোবা থেকে মাটি সংগ্রহ করতে যান আরজিনা খাতুন। এসময় ডোবার পাড় ভেঙে তার শরীরের ওপর পড়ে। এলাকবাসি তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরজিনার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...