• আপডেট টাইম : 05/04/2021 08:16 PM
  • 597 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর খিলগাঁওয়ে সাততলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে মতিউর রহমান (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার৫ এপ্রিল দুপুর ১টার দিকে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


মতিউর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার বগমানপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন ওই ভবনে থাকতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদাউস জানান, দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন একটি সাততলা ভবনের ছাদে রডের কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান মতিউর। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...