• আপডেট টাইম : 03/04/2021 06:39 PM
  • 590 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- সাব্বির (২০), আশরাফুল (২০), কামরুজ্জামান (২৫)

শনিবার ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই ভবনে কাজ করা আরেক শ্রমিক মামুন জানান, মালিবাগ শাহী মসজিদ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নয় তলায় বাইরের দিকে মাচা বেঁধে প্লাস্টারের কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহত তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...