• আপডেট টাইম : 20/01/2021 11:24 PM
  • 591 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


১৫৫ সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ড এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুস সবুর ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ বাউশমারী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর বিরেন্দ্র সিং।


বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে সীমান্তে মাদক চোরাচালান রুট চিহ্নিতকরণ ও মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...