• আপডেট টাইম : 20/01/2021 07:14 PM
  • 639 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ১২ ইটভাটা মালিককে ৬৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২০ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ এসব ইটভাটায় কাঠ পুড়ানোর দায়ে ইটভাটা মালিকদের বিপুল অংকের এ অর্থ জরিমানা করেন। অভিযান চলাকালে ওইসব ইটভাটাগুলিকে ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুর উপজেলার রিফাইতপুর এলাকার বি.এইচ.এন ব্রীক্সের মালিক আসাদুজ্জামানকে শাওনকে ৭ লাখ টাকা, এম.বি.এন ব্রীক্সের মালিক ঝুমুর আলীকে ৭ লাখ টাকা, নারায়ণপুরের এ.বি.সি ব্রীক্সের মালিক আব্দুস সালামকে ৬ লাখ ৪০ হাজার টাকা, ¯^রুপপুর এলাকার এ.বি.সি ব্রিক্সের মালিক আবু বক্কর সিদ্দিককে ৬ লাখ টাকা, দৌলতপুর হাসপাতাল রোডের এ.এম.বি ব্রীক্সের মালিক হাজী ইয়াসিন আলিকে ৮ লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রীক্সের মালিক মোফাজ্জল হককে ৮ লাখ টাকা, সাদীপুর গ্রামের হুমায়ুন কবিরের এ.এল.এল.সি ব্রীক্স ও তার ভাই মামুনের এল এল বি ব্রীক্সকে ১০ লাখ টাকা, ডাংমড়কা এলাকার ফজলুর রহমানের এন.বি.এল ব্রীক্সকে ৮ লাখ টাকা, একই এলাকার শরিফুল ইসলামের মালিকানাধীন এইচ.এল.বি ব্রীক্সকে ৭ লাখ টাকা জরিমানা করা হলেও জরিমানার অর্থ তিনি দিতে অপারগতা প্রকাশ করায় ৬ লাখ টাকা জরিমানা মওকুপ করে পরে ১ লাখ টাকা করা হয় এবং বি.এস.বি ব্রীক্সের মালিক জাহাঙ্গীর হোসেনকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলো উচ্ছেদ করা হবে এবং অভিযান চলামান থাকবে। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর গাফফরুজ্জামান ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার একই ভ্রাম্যমান আদালত দৌলতপুরের সোনাইকান্দি এলাকার নজরুল ইসলাম, ¯^রুপপুর এলাকার আব্দুস সাত্তার ও বজলুর রহমান কটার ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...