• আপডেট টাইম : 19/01/2021 08:12 PM
  • 703 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

মেহেরপুর জেলার গাংনী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্র নাথ সরকার ও তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারীর বিরুদ্ধে কুষ্টিয়া দুদকে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ১৯ জানুয়ারি বিকেলে মামলা দু’টি দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন সমšি^ত জেলা কার্যালয় কুষ্টিয়া এর মামলা নং যথাক্রমে ২ ও ১।
মামলার বিবরণে জানাগেছে, মেহেরপুর জেলার গাংনী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্র নাথ সরকারের বিরুদ্ধে দুই কোটি সতাশি লক্ষ সাতান্ন হাজার সাতশত চুরাশি (২,৮৭,৫৭,৭৮৪/=) টাকা জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও দখল রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) মামলা দায়ের করা হয় যার নং-২।
অপরদিকে মেহেরপুর জেলার গাংনী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্র নাথ সরকারের স্ত্রী কৃষ্ণা রানী অধিকারীর বিরুদ্ধে বত্রিশ লক্ষ আশি হাজার সাতশত চার (৩২,৮০,৭০৪/=) টাকা জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও দখল রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) মামলা দায়ের করা হয় যার নং-১। উভয় মামলার বাদী দুর্নীতি দমন কমিশন সমšি^ত জেলা কার্যালয় কুষ্টিয়া এর উপ-সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...