কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২৯ ডিসেম্বর দুপুর ১টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানের মালিককে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আল্লারদর্গা বাজারে অভিযান চালায়। এসময় অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৬/১২ ধারায় ৭টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।