• আপডেট টাইম : 10/11/2025 04:45 PM
  • 155 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেছেন, আগামী ফেব্রæয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে জামায়াত ইসলাম তালবাহানা করতেছে।

অতএব আপনারা সাবধান হয়ে যান, জামায়াতকে প্রতিহত করতে হতে পারে আমাদের। জামায়াত তাদের মহিলা কর্মীদের মাঠে নামাইছে, আপনারা বাড়ির মহিলাদের বলে দিবেন, জামায়াতের কোন মহিলা কর্মী যেন বাড়িতে ঢুকতে না পারে।

তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা পাড়া মহল্লায় উঠোন বৈঠক করে ধানের শীষে ভোট চাইবেন আর জামায়াত সম্পর্কে কড়া কথা বলবেন তারা যেন মসজিদে কোন মিটিং করতে না পারে। মসজিদ আল্লার ঘর, মসজিদে কোন রাজনীতি মিটিং হতে পারেনা। আমরা যেমন প্রকাশ্যে মিটিং করছি, তাদেরও এ ধরণের প্রকাশ্যে মিটিং করতে হবে।

০৯ নভেম্বর রোববার রাত ৮ টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত উঠোন বৈঠকে বিএনপি দলীয় নেতা-কর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে বাচ্চু মোল্লা এসব কথা বলেন।

পিয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার আরিফুল ইসলামের সভাপতিত্বে উঠোন বৈঠকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও যুবদল নেতা লিটন জোয়াদ্দার । এসময় স্থানীয় বিএনপি সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...