কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বকেয়া বেতন নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সার্ভেয়ারের কিলঘুষিতে গাড়ি চালক শহিদুল ইসলামের (৫৭) মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার ১৯ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে পৌর ভবনের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
শহিদুল পৌরসভার শেরকান্দি এলাকার মৃত গঞ্জের আলীর ছেলে। নিহত শহিদুলের মেয়ে সুবর্ণা খাতুন বলেন, পৌরসভায় বড় কর্মচারীদের বেতন হয়।
আমার বাবা ছোট কর্মচারী। পৌরসভা তার বেতন দেয়না। সকালে বেতন চাইতে গেলে পৌরসভার সার্ভেয়ার মো. ফিরোজুল ইসলাম বাবাকে ব্যাপক কিলঘুষি, লাথি মারে হত্যা করে ১০১ নম্বর কক্ষে আটকে রেখেছিল।
এ ঘটনার পর শহিদুলের স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত ফিরোজুলের বহুতল ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে। পরে সুষ্ঠ বিচারের দাবিতে কুমারখালী পৌর ভবনের প্রধান ফটক আটকে রেখে বিক্ষোভ করেন তারা।
তবে কুমারখালী পৌরসভার হিসাবরক্ষক রফিকুল ইসলামের দাবি বলেন, বেতন নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার ভাষ্য, কোনো মারামারির ঘটনা ঘটেনি। শহিদুল আগে থেকে অসুস্থ ছিলেন। উত্তেজনায় স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে।
কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। প্রায় দেড়শ বছরের প্রাচীন কুমারখালী পৌরসভার কর্মকর্তা - কর্মচারীদের প্রায় ৪২ মাসের বকেয়া রয়েছে।