• আপডেট টাইম : 07/11/2025 06:27 PM
  • 160 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে আড়াইবছর বয়সী কন্যা সন্তানকে গলায় রশিদিয়ে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবারসন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগরগ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী রহিদুল
ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) পারিবারিক অশান্তি ও আর্থিকঅ স্বচ্ছলতার কারনে বেশ কয়েক দিন ধরে মানষিক অশান্তিতেভুগছিলেন। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় রেশমা খাতুন তার কন্যাসন্তান লামিয়াকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজেও ঘরেরডাফের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশীরাবাড়িতে গিয়ে তাদের ডেকে না পেলে ঘরের জানালা দিয়ে মা
রেশমা খাতুনের মরদেহ ঝুলতে দেখে দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করেপুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলেগিয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

মা ও মেয়ের মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো.সোলয়মান শেখ জানান, ঘটনাটি সত্য। খবর পেয়ে পুলিশ পাঠিয়েনিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেলহাসপাতাল মর্গেপাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...