ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার সুফল তুলে ধরে ধানের শীষে ভোট প্রার্থনা পথসভায় তিনি এ আহবান জানান।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাজার এবং পিয়ারপুর ইউনিয়নের বাইলিশিশি ও শেরপুর বাজার সহ বিভিন্ন বাজারে সাধারণ ভোটারদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ এবং পথসভায় তিনি উপস্থিত জনগণের উদ্দেশে তিনি আহবান জানান ।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, আগামী ফেব্রয়ারিতেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনার জন্য ভোটাধিকার থেকে বঞ্চিত।
এবার যেন প্রতিটি মানুষ তার মূল্যবান ভোটটি ধানের শীষে দিতে পারে সেই ল¶্যে বিএনপি কাজ করছে।
তিনি আরও বলেন, গত ২৭ অক্টোবর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান খুলনা বিভাগের সকল মনোনয়ন প্রত্যাশীদের গুলশান কার্যালয়ে ডেকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। সেদিন ব্যক্তিগতভাবে কারও সঙ্গে আলাদা করে কথা বলেননি আমাদের নেতা তারেক রহমান। বরং সবাইকে সামগ্রিকভাবে দলীয় কর্মপন্থা সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন।
কিন্তু পরে অবাক হয়ে দেখি, খুলনা বিভাগের আমাদের অঞ্চলের একজন মনোনয়ন প্রত্যাশীর কিছু সমর্থক মিষ্টি বিতরণ করে বলছেন তারা নাকি মনোনয়ন পেয়েছেন, যা মোটেই সঠিক নয়। তাদের এই কর্মকান্ডের তীব্র নিন্দা জানান তিনি।
দলীয় ঐক্যের প্রয়েজনীয়তা তুলে ধরে শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শের সৈনিক। জাতির স্বা র্থে দেশেরস্বা র্থের প্রয়োজনে আমরা সকল আত্মত্যাগে প্রস্তুত। আমাদের নেতা ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন, কারণ এখনো বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দৌলতপুরের জনগণের প্রতি আবাহন জানিয় তিনি বলেন, আসুন আমরা সকলে ভেদাভেদ ও হিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করি।
পথসভায় তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক ও তার সুফল সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেন এবং জনগণকে বিএনপি’র কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আবাহন জানান।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্মআহবায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্মআহবায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। কর্মসূচী চলাকালে জনগণের নারীদের
স্বতঃস্ফূর্ত উপস্থিতি নারী সমাবেশে পরিণত হয়।