• আপডেট টাইম : 25/10/2025 07:04 PM
  • 130 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে চাকরি প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ অভিযোগে ২৫ অক্টোবর শনিবার দুপুরে ছাত্র জনতার ব্যানারে ওই অফিস ঘেরাও করা হয়। পরে বিক্ষোভ শেষে ওই অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

গতকাল শুক্রবার সকালে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এর আগের রাতে এবং শুক্রবার সকালে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম (আরএমও) নিজস্ব বাসা থেকে বেশ কিছু নারী-পুরুষকে ফাইল হাতে বের হতে দেখা যায়। এ সময় সাংবাদিকরা তাদের ছবি ও বক্তব্য সংগ্রহের চেষ্টা করলে তারা পালিয়ে যান।

এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি টক অফ দা টাউনে পরিণত হয়। স্থানীয়দের অভিযোগ, আরএমও হোসেন ইমাম নিয়োগ পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে তার বাসায় চাকরি প্রার্থীদের হাতে তুলে দেন। তাদের অভিযোগ আরএমও এর নেতৃত্বে একটি চক্র এভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে সিভিল সার্জন এর কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তারা এই নিয়োগ পরীক্ষা বাতিল ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন। এদিকে শুক্রবার রাতে আরএমও হোসেন ইমাম ঘটনা অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...