কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালুর ট্রলারে চাঁদা তুলতে গিয়ে আরেক ট্রলারের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু (৫৬)।
১৬ নভেম্বর রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পদ্মনদীতে এ ঘটনা ঘটে। তবে আন্নুর পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করা হচ্ছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আন্নু দুপুরের আগে একটি ছোট নৌকায় করে গোপীনাথপুর এলাকায় পদ্মা নদীতে বালুবাহী ট্রলার থেকে টাকা তুলতে যান। এ সময় একটি বড় বালু বোঝাই ট্রলার হঠাৎ করে ওই ছোট নৌকাটিকে ধাক্কা দিলে তা ডুবে যায়।
এসময় নৌকার মাঝি এবং একজন বালু বোঝাই ট্রলারে উঠে প্রাণ রক্ষা করতে পারলেও শ্রমিক নেতা আবেদুর রহমান আন্নু স্রোতের টানে ভেসে যান। এরপর থেকে আর তার সন্ধান পাওয়া যায়নি।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সরকারি পরিচালক রফিকুজ্জামান জানান, খবর পাওয়ার পর তাদের ডুবুরিদল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।
এদিকে আন্নুর ভগ্নিপতি কবির হোসেন টুটুল জানান, বালুঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে আন্নুকে পরিকল্পিতভাবে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তবে কুষ্টিয়া সদর থানার ওসি মোশারফ হোসেন জানান, শ্রমিক দল নেতা নিখোঁজের খবর তাদের জানা নেই।