কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তুল, গুলি, মাগাজিন ও হেরোইনসহ জামিল মলিথা (৪০) নামে স্থানীয় এক যুবদল আটক হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ফিলিপনগর গ্রামের জালাল মালিথার ছেলে এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা আবেদের ঘাটে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালায়।
এসময় মাদক ও অস্ত্র ব্যবসায়ী জামিল মালিথাকে ১টি বিদেশি পিস্তুল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ৪৮ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের আনুমানিক সিজার মূল্য-২ লক্ষ ৬ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
এছাড়াও আটক মাদক ও অস্ত্র ব্যবসায়ী যুবদল নেতা জামিল মালিথার বিরুদ্ধে ভারত থেকে অবৈধ ভাবে মাদক ও অস্ত্র পাচারের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। সে স্থানীয় সন্ত্রাসী বাহিনী চল্লিশবাহিনীর প্রধান রাখির প্রধান সহযোগি।
পরে তার বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে দৌলতপুর থানায় তাকে হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি’র অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক জামিল মলিথা ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু। তিনি জানান, কারো ব্যক্তিগত দায় দল বহন করবে না। এরদায় তাকেই নিতে হবে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, শুক্রবার রাতে সীমান্ত রক্ষী বিজিবি’র অভিযানে ফিলিপনগর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জামিল মালিথাকে অস্ত্র ও হেরোইনসহ আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।