কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিভিন্ন প্রকার মাদক উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর দিক নির্দেশনায় সোমবার আনুমানিক রাত ১০.৫০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/২-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শকুনতলা মাঠ নামক স্থানে হবিলদার মো. কাইয়ুম মোল্লা এর নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৮০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৫৫ হাজার টাকা। অপরদিকে একইদিন সন্ধ্যা ৫.৩০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪১/মেইন পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠে হবিলদার মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি সদস্য মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য-৩ ল¶ টাকা।
এছাড়াও রবিবার আনুমানিক দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ জেলার বাইপাস লালন চত্বর এলাকায় নায়েব সুবেদার নজরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১৫ হাজার ৯২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৭৫ হাজার ৬০০ টাকা।
পরে উদ্ধার হওয়া মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন ষ্টোরে জমা করা হয়েছে এবং নকল বিড়ি কাস্টম অফিসে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানের পাশাপাশি অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকার কথা নিশ্চিত করেছে বিজিবি ।