কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, গত ১৬ তারিখ রাত ৯টা ১মিনিটে আমার নেতা সারা বাংলাদেশের বিএনপি’র প্রাণ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করে পাড়ায় পাড়ায় গণসংযোগ করতে বলেছেন।
তিনি মহিলা কর্মীদের মাঠে নামাতে বলেছেন। আমরা সেই কাজটি আগামীকাল (সোমবার) থেকে শুরু করবো ইনশাল্লাহ। আমি বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন পাড়ায় পাড়ায় উঠান বৈঠক শুরু করেন। আর বসে থাকার সময় নাই, ফেব্রয়ারি মাসে নির্বাচন। এই নির্বাচনে যে নেতা কাজে দূর্বলতা দেখাবে, প্রয়োজনে দল থেকে তাকে আমরা বাদ দিয়ে দিব।
আমরা নতুন নেতা তৈরী করবো, যারা কাজ করবে তারাই নেতা হবে। যারা কাজ করবেনা তারা দলের নেতৃত্বে থাকতে পারবেনা। আমরাও থানা বিএনপি’র নেতৃবৃন্দ প্রত্যেকদিন বিভিন্ন ইউনিয়নের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে উঠোন বৈঠক শুরু করবো এবং তারেক রহমানের ৩১ দফা সকলের মাঝে পৌঁছে দিব।
আজ রোববার বিকেলে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভায় হাজারও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির প ক্ষলিফলেট বিতরণ, গণসংযোগ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালান দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে খলিসাকুন্ডি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসুচী পালন করেন তিনি। এসময় তার উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী, আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, মাহবুব লস্কর, যুবদল নেতা লিটন জোয়াদ্দার ও দৌলতপুর ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল,স্বে চ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।