• আপডেট টাইম : 20/10/2025 06:53 PM
  • 54 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com


শেষ হয়েছে মরমী সাধক ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের ৩দিনের লালন স্মনণোৎসব।কুষ্টিয়ার ছেউড়িয়ায় পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয়েছে সাধুসঙ্গ : ভক্তদের মাঝে বিরহের সুর আজ রোববার রাতে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শেষ হয়। উৎসবকে ঘিরে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বসেছিল বাউল সাধুদের মিলন মেলা।

এ মেলায় যোগ দিয়েছিলেন দেশ বিদেশের অসংখ্য বাউল, সাধু, লালন ভক্ত ও অনুরাগী। ১লা কার্তিক সাইজির তিরোধান দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে অধিবাসের মধ্যদিয়ে সাধুদের নিজস্ব রীতিতে সাধুসঙ্গ অনুষ্ঠান শুরু হয় এবং পরদিন শনিবার বিকেলে পূর্ণসেবার মধ্যদিয়ে তা শেষ হয়।

শনিবার সকালে ছিল বাল্যসেবা ও দৈন্যবানী পরিবেশনা। সাধুসঙ্গ শেষে বিদায় বেলায় সাধুদের মাঝে বেজে উঠেছে বিরহের সুর। যেতে মন না চাইলেও প্রকৃতির নিয়মেই সাঁইজির ধাম ত্যাগ করতে হবে তাদের। আবার সাধুদের চরণধুলি পড়বে এবং ভাবের মিলন ঘটবে দোল পূর্ণিমা উৎসবে এমন বাসনা নিয়ে ফিরে চলা নিজ নিজ ধামে।

বছরে দু’টি উৎসবে লালনভক্ত ও বাউল সাধুদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। দোল উৎসব সাড়ম্বরে ও আনন্দ উল্ল¬¬াসে পালিত হলেও তিরোধান দিবসের অনুষ্ঠান অনেকটা আবেগঘন পরিবেশে পালিত হয়।

এবছর সাঁইজির ১৩৫তম তিরোধান দিন রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও উৎসুক দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে সাধুসঙ্গের আচার আনুষ্ঠানিকতায় হানি ঘটেছে। তারপরও সাইজির ধামে আসতে পেরে বাউল সাধুরা যেমন খুশি ছিলেন, তেমনি ্িবদায় বেলায় সাইজির ধাম ত্যাগ করতে মনকষ্ট রয়েছে।

তাইতো সাধুদের মাঝে বেজে উঠেছে বিরহের সুর। বিদায় বেলায় সাধুদের চোখে মুখে যেন বেদনার ছাপ। কি পেলেন আর কি পেলেন না, তা তাদের আত্মসাধনার ফল। যে ফল অন্তরে ধারন করে সাঁইজির কৃপা দর্শন নিয়ে আপন গন্তব্যে ফিরে চলা।

আবারও সাঁইজির দোল উৎসবে ঘটবে মিলন, যে মিলনের মাধ্যমে হবে আত্মশুদ্ধি ও সাঁইজির কৃপা দর্শণ এবং স্রোষ্টার সান্নিধ্য লাভ। এমনটি জানিয়েছেন সাইঁজির ধামে আসা সাধু আরোজ শাহ্।

এবছর লালন সাঁইজির তিরোধান দিবস রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে এটা যেমন খুশির খবর, তেমনি সাধুরা সাধুসঙ্গের মাধ্যমে সাইজিকে স্মরণ করেন যে রীতিতে, সে রীতির হানি হয়েছে। এটা সাধুদের জন্য মনোকষ্টের। সাঁইজিকে স্মরণ করতে আখড়াবাড়ির আঙিনা সাধুদের জন্য সংরক্ষিত করা হোক এমন দাবি জানিয়েছেন লালন গবেষক সাইমন যাকারিয়া।

সাইজির মতে মনের মানুষ সেই মানুষ, যার স্রোষ্টার সাথে তুলনা হয়। তাই সাধুদের মিলনের মধ্যদিয়ে ¯^য়ং সৃষ্টিকর্তার সাথে দেখামিলে। মানুষের মধ্যে সৃষ্টিকর্তা বিরাজ করে আর বিরাজমান সৃষ্টিকর্তার সাথে মিলন হলেই তাঁর সান্নিধ্য লাভ সম্ভব হয়। তাইতো ভাবনগরে ভাবলীলা সাঙ্গ হলেও সাঁইজির ধামে তাঁর ভক্তরা রয়ে যাবেন আরও কয়েকদিন।

এদিকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহ্ স্মরণে জাতীয়ভাবে আয়োজিত ১৩৫তম তিরোধান দিবসের তিন দিনের লালন স্মরণ উৎসব। আজ রোববার রাতে আখড়াবাড়ির মূল মঞ্চে আলোচনা সভায় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এই লালন উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্লেন আহসান হাবিব, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. মো. খালেদউজ্জামান।
আলোচনা সভা শেষে লালন একাডেমির শিল্পী ও দেশবরন্য লালন শিল্পীরা লালনের গান পরিবেশন করেন ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...