কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে বলেছেন ‘আপনারা গর্তে থেকে বের হয়ে টুক টুক করে ঘোরা শুরু করেছে, এই ঘোরা বন্ধ করেন।
ঘোরাঘুরি বন্ধ করলে আপনারা বাংলাদেশে ভদ্রলোকের মতো বাস করলে করতে পারেন। আপনাদের সরকার নির্বাচন থেকে বিরত রাখার আইন করেছে। আপনারা গর্তে ছিলেন গর্তেই থাকেন।
আপনারা জামায়াতের সাথে গোপন সম্পর্ক করছেন। আপনাদের মনে রাখা উচিৎ জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন, জামাত ক্ষমতায় আসলে ভবিষ্যতে আপনাদের অবস্থা করুণ হবে।
জামায়াতকে উদ্দেশ্য করে বাচ্চু মোল্লা বলেন, মসজিদ আল্লার ঘর, আল্লার ঘর রাজনীতি করার জায়গা না। তাদেরকে মসজিদে বসে রাজনীতি করতে দিবেন না। আমরা যেমন মাঠে ময়দানে কথা বলি, মিটিং করি বক্তব্য দিই, তাদেরও মাঠে ময়দানে মিটিং করতে হবে। আমার স্পষ্ট বক্তব্য, তারা পিআর পদ্ধতির ভোট চাই, পিআর সমন্ধে আপনারা কেউ জানেন? পিআর হচ্ছে প্রতীকে ভোট হবে, কোথায় কে এমপি হবে তার ঠিক নাই।
আমরা (বিএনপি) পিআরের বিরুদ্ধে, সরকারও পিআরের বিরুদ্ধে, নির্বাচন কমিশনও পিআরের বিরুদ্ধে।
তিনি বলেন, আমাদের আসনে দৌলতপুরের মানুষ ঠিক করবে কে এমপি হবে। বাংলাদেশের প্রত্যেকটি আসনে কে এমপি হবে সেই এলাকার মানুষ বা জনগণ ঠিক করবে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আহবান জানান।
১৫ অক্টোবর বুধবার বিকেলে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী মাদ্রাসা মোড়ে পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বাচ্চু মোল্লা এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির প¶ে লিফলেট বিতরণ, গণসংযোগ ও প্রচারণা চালান দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত হাজারও নেতা-কর্মীদের সঙ্গে দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতপুর, দৌলতখালী গোডাউন বাজার, দৌলতখালী মাদ্রাসা মোড় সহ বিভিন্ন এলাকায় এ কর্মসুচী পালন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মাহবুব লস্কর, হারুন অর রশিদ, দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সরওয়ার জাহান সজল, বিএনপি নেতা জাকির শাহ ও দৌলতপুর ছাত্রদল আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল,সে চ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।