ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, তরুণদের সঙ্গে নিয়েই একটি উন্নত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত দৌলতপুর গড়ে তুলতে চাই। রোববার ১২ অক্টোবরবিকেল সাড়ে ৪টায় উপজেলার তারাগুনিয়া বাজারে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী ফেব্রæয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে কাজ করছি।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহŸায়ক ও দৌলতপুরের কৃতি সন্তান শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমি দৌলতপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আমার অঙ্গীকার থাকবে একটি উন্নয়নবান্ধব, সন্ত্রাস ও মাদকমুক্ত দৌলতপুর গড়ে তোলা। যেখানে থাকবেনা চাঁদাবাজি, থাকবেনা দূর্বৃত্তায়ন।
তিনি আরও বলেন, দৌলতপুর একটি সীমান্তবর্তী উপজেলা। মাদক চোরাচালান এখানে দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা সমাধানে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে। পাশাপাশি শি,ক্ষা
স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নেও অগ্রাধিকার দেওয়া হবে।
দৌলতপুরের অবহেলিত ইউনিয়নগুলোর কথা তুলে ধরে শরীফ উদ্দিন জুয়েল বলেন, ১৪টি ইউনিয়নের মধ্যে দু’টি ইউনিয়ন মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন। এখানকার মানুষ এখনো নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি চাই শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করে এসব এলাকার উন্নয়নে কাজ করতে।
তরুণ সমাজকে গুরুত্ব দিয়ে জুয়েল বলেন, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের উৎসাহ ও অংশগ্রহণ আমাকে আশাবাদী করছে। আমি তাদের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্ভাবনাময় দৌলতপুর গড়ে তুলতে চাই। আর এজন্য তরুণসমাজসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
কর্মসূচি চলাকালে শরীফ উদ্দিন জুয়েলের সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্মআহবায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্মআহŸায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
কর্মসূচী চলাকালে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জন¯্রােতে রুপ নেয়।