• আপডেট টাইম : 08/10/2025 09:03 PM
  • 75 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়ায় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা জামায়াত নেতৃবৃন্দ। ০৮ অক্টোবর বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া-যশোর অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন।

সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। এ সময় কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাসহ জেলার ৪টি আসনের মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। সভায় জামায়াত নেতারা আগামী নির্বাচন সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সংবাদকর্মীদের প্রতি আহ বান জানান।

কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা তার বক্তব্যে বলেন, নবী হযরত মুহাম্মদ (সা.) সাংবাদিক ছিলেন। সংবাদ যারা বহন করে তাদেরকে সাংবাদিক বলে এই অর্থ নবীজিও সাংবাদিক ছিলেন।

আমীর হামজা বলেন, সারা দুনিয়ার সমস্ত সংবাদকে একত্রে করার জন্য আল্লাহ বিশ্ব নবীকে যেহেতু নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে। সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের জন্য অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবেন।

তিনি বলেন, আমাকে যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কুষ্টিয়া সদর আসনে নমিনী ঘোষণা দিয়েছে, আমিতো রাজনীতিতে নতুন আপনারা জানেন। বাইরের জেলা ও বিভিন্ন দেশে আমার পরিচিত আছে কুষ্টিয়া জেলায় আমার ওই রকম পরিচয় নেই।

মতবিনিময় সভায় জেলা নায়েবে আমীর মো. আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারসহ জামায়াতের জেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...