• আপডেট টাইম : 03/10/2025 08:58 PM
  • 62 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি সাদিক কায়েম বলেছেন, এক বছর পেরিয়ে গেলেও অন্তবর্তীকালীন সরকার যেভাবে জুলাইয়ের আকাক্সখাকে ধারণ করার দরকার ছিল সেভাবে ধারণ করছে না।

আমরা অনুরোধ করবো শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই আকাক্সখাকে যেন তারা ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদী হাসিনার যে পরিণতি হয়েছে তার চাইতেও খারাপ পরিণতি তাদের হবে।

সাদিক কায়েম বলেন, শহীদ আবরার বাংলাদেশে জাতীয় এক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারনে আবরার ফাহাদকে নির্মমভাবে খুন করে ছাত্রলীগ। শহীদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লব হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রমে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন ডাকসু’র ভিপি সাদিক কায়েম। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে সাদিক কায়েম গণমাধ্যমের সাথে এসব কথা বলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...