ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, আওয়ামী লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে। হাসিনা এই দেশের মানুষের শত্র।
ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালানো ও হত্যার বিচার করতে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সাম্প্রতিক উদ্ধার হওয়া কিছু কলরেকর্ডে স্পষ্ট শোনা যাচ্ছে, তিনি প্রশাসনকে হেলিকপ্টার থেকে আন্দোলনরত ছাত্র-জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।
এখন প্রশ্ন হলো, এমন একজন ফ্যাসিস্টটের সংগঠনকে কিভাবে বাংলার মাটিতে পুনর্বাসন করতে চাওয়া হয়? তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে আওয়ামী লীগকে আইনগতভাবে স্থায়ী নিষিদ্ধ করা। ইতিমধ্যেই তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। অচিরেই আইনগতভাবে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হবে।
গত সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সা ক্ষা ৎকারে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। ড. ইউনূসের এমন মন্তব্যের প্রে¶িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শরীফ উদ্দিন জুয়েল এমন মন্তব্য করেন।
পরে সনাতন ধর্মালম্বীদের সাথে বিনিময়কালে শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপি সকল ধর্মালম্বী মানুষদের বাংলাদেশে সমান নাগরিক সুযোগ সুবিধা দিয়ে আসছে। আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দিয়েছে তারমধ্যে ১৬তম দফায় লেখা আছে, ‘বাংলাদেশে সকল ধর্মের মানুষ সর্বোচ্চ্য ধর্মীয়স্বা ধীনতা পাবে এবং তাদের ধর্মীয়
স্বাধীনতায় কেউ কোন হস্তক্ষেপ করতে পারবেনা’।
আগামী ফেব্রয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে সে নির্বাচনে একটি সুখী স্ব,নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেখানে কোন ধর্মীয় বৈসম্য থাকবে না, যেখানে সকল ধর্মের মানুষ বাংলাদেশে সমান সুযোগ সুবিধা ভোগ করবে সে লক্ষ্য বাস্তবায়নে সবাই ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
০১ অক্টোম্বরবুধবার বিকেল ৫টায় দৌলতপুর উপজেলার মুথরাপুর ইউনিয়নের শালিমপুর (তারাগুনিয়া) গ্রামের শ্রী শ্রী সর্বজনীন দূর্গা মন্দিরে শারদীয় দূর্গোৎসব ও দুর্গা পুজা পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মতবিনিময় শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের প¶ থেকে সনাতন ধর্মালম্বীদের আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্মআহবায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, ও যুবদল নেতা জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
এরপর ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ফিলিপনগর কর্মকারপাড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।