• আপডেট টাইম : 05/09/2025 07:13 PM
  • 77 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবি’র পৃথক অভিযানে ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক, নিষিদ্ধ কারেন্ট জাল ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ১জন। ০৫ সেপ্টেম্বরশুক্রবার বেলা ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় বৃহস্পতিবার ভোর ৪টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/১০-এস হতে আনুমানিক ২.৭ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে আলিনগর ও ইসলামপুরের মধ্যবর্তী স্থানে নায়েব সুবেদার মো. শওকত হোসেন এর নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চারিয়ে ভারতীয় ১১০ কেজি কারেন্ট জাল উদ্ধার করে।

একইদিন দুপুর আনুমানিক ১.৩০টাায় একই ব্যাটালিয়ন অধীনস্থ ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৬/ মেইন পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠে সুবেদার মো. ইউসুফ আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চারিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১টি ষাড় গরু আটক করে।

অপরদিকে বুধবার সন্ধ্যা ৬.৪৫ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১১-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চল্লিশপাড়া মাঠে নায়েক জীবন কুমারের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একই এলাকার মো. রাজ্জাকের ছেলে মো. ক্যাপ্টেন কে ভারতীয় ২ বোতল মদসহ আটক করা হয়।

এছাড়াও একইদিন রাত ১০টায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শকুনতলা নামক স্থানে হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৬ বোতল মদ, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদক, নিষিদ্ধ কারেন্ট জাল ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ৬ লক্ষ ৭১ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

মাদকসহ আটক আসামীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং গরুটি কাস্টমে জমা করা হয়েছে। পাশাপাশি মাদক ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...