• আপডেট টাইম : 04/09/2025 07:16 PM
  • 66 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীর কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নাছিমা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাছিমা বেগম উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া এলাকার মহেদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নাছিমা বেগম ও তার স্বামী মহেদ আলী বাড়ির পাশে কালিগঙ্গা নদীতে গোসল করতে যান। নদীতে গোসলে নামার কিছু সময় পর নাছিমা কে দেখতে না পেয়ে নদীতে খোঁজাখুঁজি করেন তার স্বা মী মহেদ আলী। না পেয়ে সে বাড়ি ফিরে আসে। আজ সকালে নাছিমার মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মরদেহ উদ্ধারের বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...