• আপডেট টাইম : 03/09/2025 05:48 PM
  • 21 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ায় স্কুলমাঠে খেলার সময় ড্রাম্প ট্রাকের চাপায় মৃত্যুর কোলে ঢোলে পড়েছে এক শিক্ষাথী। ০২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের স্কুলের মাঠে খেলাধুলার সময় বালুবাহী ড্রাম্প ট্রাকের চাপায় জুনায়েদ জোয়ার্দার (৭) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত জুনায়েদ জোয়ার্দার একই এলাকার লালন জোয়ার্দারের ছেলে। সে স্থানীয় পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ড্রাম্প ট্রাকটি আটক করেছে।

 

স্থানীয়রা জানায়, স্কুল চলার সময় জুনায়েদ মাঠে খেলা করছিল। এ সময় স্কুলের পাশেই বালুবাহী একটি ড্রাম্প ট্রাক থামানো ছিল। চালক ড্রাম্প ট্রাকটি ঘোরানোর সময় পেছনের দিক থেকে জুনায়েদকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্য¶দর্শী শিক্ষার্থীরা জানায়, স্কুল মাঠেই খেলছিল জুনায়েদ। এ সময় ট্রাকটি পেছন দিক থেকে তাকে চাপা দেয়। ট্রাকের কোনো হেলপার ছিল না।

জুনায়েদেরস্ব জনেরা জানান, জুনায়েদের বাবা রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ড্রাম্প ট্রাকের চালক নিহত শিশুর প্রতিবেশী চাচা।

ট্রাকমালিকের মধ্যস্থতায় বিষয়টি নিয়ে দুই পক্ষ মীমাংসা করে নিয়েছেন।

 

পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ণক মোছা. সালমা খাতুন বলেন, স্কুলের পাশেই জুনায়েদের বাড়ি। আজ স্কুলে না এসে সে মাঠে খেলছিল। স্কুলড্রেস পরিহিত না থাকায় আমরা তাকে খেয়াল করিনি। জুনায়েদের মৃত্যুতে আমরা শোকাহত।

 

কুষ্টিয়া সদর থানার হরিনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ড্রাম্প ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি, মালিকপক্ষ ও নিহতের পরিবার বিষয়টি মীমাংসা করার জন্য বসেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...