• আপডেট টাইম : 01/09/2025 08:22 PM
  • 1 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

অপরদিকে ৩১ আগস্ট শনিবার বিকেল ৩টার দিকে একই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভেড়ামারা বারমাইল হাইওয়ে সড়কে নায়েব সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে পঞ্চগড়-পাথরঘাটাগামী বিআরটিসি পরিবহন তল্লাশী করে ৫ হাজার ৬৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে।

এছাড়াও একইদিন রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৬/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়ায় সুবেদার শাহাবুদ্দিন হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ১২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ৮ কোটি ৬৩ লক্ষ ৬২ হাজার ১০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

উদ্ধার হওয়া জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে মাদক ও চোরাচালানী পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন ষ্টোরে জমা করা হয়েছে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...