কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবি’র পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে। আজ ২০ আগস্ট বুধবার দুপুরে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় (২০ আগস্ট) রাত আনুমানিক ১.৫০ টাায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠে নায়েব সুবেদার মো. খোরশেদ আলমের নেতৃত্বে বিজিবি’র টহল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চারিযে ভারতীয় ১০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে।
একইদিন রাত আনুমানিক ১১.৪৫ টাায় একই ব্যাটালিয়নের জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫১/১৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহিষকুন্ডি মাঠে নায়েব সুবেদার মো. নিজাম সিকদারের বিজিবি সদস্যরা অভিযান অভিযান চালিযে ভারতীয় ৪০০ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও বেলা ১১টায় বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫০/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিলগাথুয়া মাঠে নায়েব সুবেদার মো. বজলুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৬৩৬ পিস সেলোমিন ট্যাবলেট উদ্ধার করে।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় একই ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল বিশেষ অভিযান চালিয়ে ১১ হাজার ২৮০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করে। একইদিন বিকেল ৫.৩০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪০/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাটপাড়া মাঠে নায়েব সুবেদার মো. কামরুল ইসলামের বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১ হাজার ১৭০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট এবং ৩৩০ পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়াও ১৯ আগস্ট বিকেল ৪.৪৫ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪০/৬-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরঘাটি নামক স্থানে নায়েব সুবেদার মো. আঃ রবের বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৫১০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট উদ্ধার করে।
একইদিন কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৬/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া মাঠে নায়েক কুমারেশ চন্দ্র এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৪৬০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ১৫লক্ষ ৫১ হাজার ৭৬০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
উদ্ধার হওয়া নকল বিড়ি কাস্টমে জমা এবং কারেন্ট জাল, মাদক ও অন্যান্য চোরাচালানী পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।